kalerkantho


শিবিরে রোহিঙ্গাদের হামলা, গুলিবিদ্ধ হয়ে নিহত ১

কালের কণ্ঠ অনলাইন   

২০ জানুয়ারি, ২০১৮ ০৯:২৮শিবিরে রোহিঙ্গাদের হামলা, গুলিবিদ্ধ হয়ে নিহত ১

রোহিঙ্গা শিবিরে রোহিঙ্গাদের হামলায় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। গতকাল রাত ১০টার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের তানজিমার ঘোনা ও বালুখালী রোহিঙ্গা শিবিরে এ ঘটনা ঘটে। উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতের নাম মো. ইউসুফ (৪৩)। তিনি ওই রোহিঙ্গা শিবিরের বি-ব্লকের সুলতান আমিনের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

আরো পড়ুন: ইজতেমার দ্বিতীয় পর্বে চলছে আম বয়ান

ওসি জানান, পাঁচ-ছয়জনের একদল রোহিঙ্গা এসে ইউসুফকে গুলি করে। খবর পেয়ে পুলিশ যাওয়ার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় পড়েছিল ইউসুফ। তাকে কুতুপালং রোহিঙ্গা শিবিরের রেড ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে মারা যান তিনি।

প্রায় একই সময় পৃথক এক ঘটনায় উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরে কয়েকজন রোহিঙ্গা হামলা চালায়। তবে তার আগেই অন্য রোহিঙ্গারা তার প্রতিরোধ করেন। তারা একজনকে আটক করে গণপিটুনির পর পুলিশে দেয়।

আটককৃতের নাম মোহাম্মদ আলম (২৪)। তিনি পালংখালী ইউনিয়নের বালুখালী রোহিঙ্গা শিবিরের নূরুল ইসলামের ছেলে। আহত অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানায় পুলিশ।

আরো পড়ুন: দেশের কয়েকটি স্থানে মৃদু ভূমিকম্প

এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান ওসি মো. আবুল খায়ের।মন্তব্য