kalerkantho


বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

কালের কণ্ঠ অনলাইন   

১৯ জানুয়ারি, ২০১৮ ২১:৪৬বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রতীকী ছবি

বগুড়া শহরতলির চারমাথা এলাকায় আজ শুক্রবার বিকেল ৩টার দিকে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন হলেন মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার শুকুরদিয়া-পাটুরিয়ার মহিদুল ইসলামের ছেলে আবদুল জলিল (১৪)। অন্যজনের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। এ দুর্ঘটনায় নিহত আবদুল জলিলের বাবা মহিদুল ও সুভাষ চন্দ্র (২৫) নামে আরও দুইজন আহত হয়েছেন। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছিলিমপুর পুলিশ ফাঁড়ির এসআই আশুতোষ মিত্র জানান, আজ শুক্রবার বিকেল ৩টার দিকে কয়েকজন যাত্রী বাসের জন্য চারমাথা এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী কাঠবোঝাই একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জলিলসহ দুইজন মারা যান। পুলিশ কাঠসহ ট্রাকটি জব্দ করলেও চালক ও সহকারী পালিয়ে গেছে গেছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।মন্তব্য