kalerkantho


মাছের সঙ্গে শত্রুতা!

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ    

১৯ জানুয়ারি, ২০১৮ ২১:০১মাছের সঙ্গে শত্রুতা!

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কে বা করা পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার রাতের কোনো এক সময় উপজেলার চরনওপাড়া গ্রামে।

এ ব্যাপারে পুকুরের মালিক আল মামুন জানান, শত্রুতার জের ধরেই এ ধরনের ঘটনাটি ঘটানো হয়েছে।

আল মামুন জানান, তিন বছর আগে তিনি চারটি পুকুরে (এক শ শতক) বিভিন্ন প্রজাতির মাছ চাষ শুরু করেন। প্রতিটি পুকুরে প্রায় দুই লাখ টাকার মাছ রয়েছে। গত বৃহস্পতিবার রাতে কে বা করা দুইটি পুকুরে বিষ ঢেলে দেয়। আজ শুক্রবার সকালে মৎস্য খামারের কর্মচারী মো. জুয়েল মিয়ার কাছ থেকে খবর পেয়ে তিনি দেখতে পান পাবদা ছাড়াও রুই, কাতলা  মৃগেলসহ বিভিন্ন প্রজাতির শত শত মাছ মরে পুকুরে ভেসে উঠেছে। এ দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। এতে তার চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মনে করছেন তিনি। তিনি রাজীবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোদাব্বির হোসেনের কাছে এ ঘটনা জানিয়ে বিচার দাবি করেন।

আরো পড়ুন ফরিদপুর চিনিকলে আখচাষিদের সঙ্গে মতবিনিময় 

ঘটনার সত্যতা স্বীকার করে রাজীবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোদাব্বির হোসেন বলেন, 'পাশের বাড়ির ফয়জুল মিয়ার ছেলে রিপন মিয়া (৩৫) ক্ষতি করার হুমকি দেয়। এর চার দিনের মাথায় তার পুকুরে বিষ প্রয়োগের ঘটনা ঘটে।'

আরো পড়ুন ঈশ্বরদীতে হরিজনদের মাঝে ভূমিমন্ত্রীর শীতবস্ত্র বিতরণ 

এ ব্যাপারে অভিযুক্ত রিপনের সঙ্গে কথা বলতে চাইলে আজ শুক্রবার সকাল থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।মন্তব্য