kalerkantho


আশুলিয়ায় যাত্রীবাহী বাস খাদে, আহত ২০

নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা)   

১৯ জানুয়ারি, ২০১৮ ১৭:৩১আশুলিয়ায় যাত্রীবাহী বাস খাদে, আহত ২০

ছবি: কালের কণ্ঠ

আশুলিয়ায় বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৭টার দিকে মহাসড়কটির মরাগাং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

উত্তরা ফায়ার সাভির্সের স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান, উত্তরবঙ্গের লালমনিরহাট থেকে নারায়ণগঞ্জগামী শাহ জালাল-শাহ পরান নামে দূরপাল্লার বাসটি আশুলিয়ায় বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের মরাগাং এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

এ সময় বাসটি সড়কের পাশে প্রায় পঞ্চাশ ফুট গভীর খাদে পড়ে যায়। খবর পেয়ে উত্তরা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে। এ সময় আহত অবস্থায় বাসের প্রায় ২০ যাত্রীকে উদ্ধার করে নিকটস্থ ইস্ট ওয়েস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান এই কর্মকর্তা। তিনি আরো জানান, দুর্ঘটনাকবলিত বাসটির উদ্ধারকাজ সম্পন্ন হয়েছে। আশুলিয়ায় বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কটি ব্যস্ততম হওয়ায় যানজট সৃষ্টির শঙ্কায় বাসটি খাদ থেকে তোলা সম্ভব হয়নি।মন্তব্য