kalerkantho


ফরিদপুরে স্ত্রী খুন, স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

১৯ জানুয়ারি, ২০১৮ ১৪:১৫ফরিদপুরে স্ত্রী খুন, স্বামী আটক

ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন পশ্চিমপাড়া গ্রামে স্বামীর হাতে মারুফা নামে এক গৃহবধূ খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। 

গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে শ্বশুর বাড়িতে স্বামী সাইফুল ইসলাম সাদ্দাম মারুফাকে গলা টিপে শ্বাসরোধে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রেখে আত্মহত্যার ঘটনা বলে প্রচার করে। পরে এ ঘটনাটি টের পেয়ে স্থানীয় লোকজন সাদ্দামকে আটকে পুলিশে খবর দেয়।

এ ঘটনার সত্যতা স্বীকার করে মধুখালী থানার ওসি মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে ওই রাতেই পুলিশ মারুফার লাশ উদ্ধার এবং সাদ্দামকে আটক করে। এ ব্যাপারে মামলার প্রস্ততি চলছে। তবে 
ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরই জানা যাবে কীভাবে মারুফার মৃত্যু হয়েছে।মন্তব্য