kalerkantho


ময়মনসিংহে পিস্তলসহ যুবক আটক

কালের কণ্ঠ অনলাইন   

১৯ জানুয়ারি, ২০১৮ ১৪:০৪ময়মনসিংহে পিস্তলসহ যুবক আটক

ময়মনসিংহে পিস্তলসহ এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি পুলিশ)। আজ শুক্রবার দুপরে ডিবি কার্যালয়ের সামনে জব্দ পিস্তলসহ আটক সুমন মিয়া ওরফে গোপালকে সাংবাদিকদের সামনে আনা হয়।

এ সময় ময়মনসিংহ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, গোপন সংবাদে শহরের চরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সুমন মিয়ার নিকট থেকে পিস্তল জব্দ ও তাকে আটক করা হয়।

তিনি আরো জানান, আটক যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে। মন্তব্য