kalerkantho


চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় মদসহ গ্রেপ্তার ১

কালের কণ্ঠ অনলাইন   

১৯ জানুয়ারি, ২০১৮ ০৯:২২চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় মদসহ গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জ জেলার বিনোদপুর ইউনিয়নের মধ্য বিনোদপুর গ্রাম থেকে গতকাল বৃহস্পতিবার ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃত ওই ব্যক্তির নাম মো. মতি। সে ওই গ্রামের আব্দুস সালামের ছেলে বলে জানা গেছে।

চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আলমগীর হোসেন সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে এ অভিযান চালানো হয়। এ সময় তার কাছ থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৬৫ বোতল মদ পাওয়া যায়।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।মন্তব্য