kalerkantho


ময়মনসিংহে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে যুবক নিহত

কালের কণ্ঠ অনলাইন   

১৯ জানুয়ারি, ২০১৮ ০৯:১৩ময়মনসিংহে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে যুবক নিহত

ময়মনসিংহে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ইব্রাহিম গফরগাঁও নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে নগরীর পাটগুদাম ব্রিজ মোড় এলাকায়এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম   উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানার ওসি খন্দকার সাকের আহমেদ জানান, রাতে ইব্রাহিম সিএনজি স্ট্যান্ডে যাওয়ার পথে ছিনতাইকারীরা তার কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় ইব্রাহিম তাদের ধরে ফেললে ছিনতাইকারীরা তাকে ছুরি দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে ইব্রাহিমের চিৎকারে স্থানীয়রা এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক রিকশাচালককে আটক করা হয়েছে। 

তবে এখনো এ ঘটনায় থানায় মামলা হয়নি বলে জানান ওসি।মন্তব্য