kalerkantho


দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

কালের কণ্ঠ অনলাইন   

১৯ জানুয়ারি, ২০১৮ ০২:৩৬দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সফিরুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজারের কাছে গরুবাহী একটি মিনি ট্রাক ও ভটভটির সংঘর্ষে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন। নিহত সফিরুল ইসলাম নবাবগঞ্জ উপজেলার কানাগারী গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

স্থানীয় এলাকাবাসী জানান, বৃহস্পতিবার গরুবাহী একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো-ড-১২-০২১৪) দিনাজপুর থেকে ঢাকা অভিমুখে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভটভটির হেলপার সফিরুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আরো ২ জন আহত হন।

নবাবগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।মন্তব্য