kalerkantho


শ্রীপুর উপজেলার ভাইস চেয়ারম্যানসহ জামায়াতে ৬ নেতা-কর্মী আটক

মাগুরা প্রতিনিধি   

১৮ জানুয়ারি, ২০১৮ ২১:৫৫শ্রীপুর উপজেলার ভাইস চেয়ারম্যানসহ জামায়াতে ৬ নেতা-কর্মী আটক

প্রতীকী ছবি

মাগুরা শহরের দোহারপাড় এলাকায় জেলা জামায়াত পরিচালিত আল আমিন ট্রাস্ট কার্যালয় থেকে আজ বৃহস্পতিবার বিকেলে মাগুরার শ্রীপুর উপজেলা জামায়াতের আমির ও শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমানসহ ৬ জামায়াত নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

আটককৃতদের মধ্যে শ্রীপুর উপজেলা জামায়াতের আমির মিজানুর রহমান ছাড়া অন্য ৫ জন হচ্ছেন রফিকুল ইসলাম, মিজানুর রহমান মিজান, ইখতিয়ার উদ্দিন, সোলাইমান হোসেন ও মশিউর রহমান। তারা মাগুরার বিভিন্ন ইউনিয়ন জামায়াতের নেতা-কর্মী।

মাগুরা সদর থানার ওসি শেখ উলিয়াস হোসেন জানান, জামায়াত পরিচালিত আল আমিন ট্রাস্ট কার্যালয়ে বৈঠকরত অবস্থায় বিকেল ৪ টার দিকে নাশকতা সৃষ্টির আশংকার অভিযোগে তাদের আটক করা হয়। বৈঠকে প্রায় ৩০ জামায়াত কর্মী উপস্থিত ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায় ও ৬ জনকে পুলিশ আটক করে। 

                                                       মন্তব্য