kalerkantho


ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

কালের কণ্ঠ অনলাইন   

১৮ জানুয়ারি, ২০১৮ ১৬:১০ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

পাবনার ঈশ্বরদীতে বাসের সঙ্গে ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১২টায় ঈশ্বরদী-পাবনা মহাসড়কের দাশুড়িয়া তেঁতুলতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দাশুড়িয়া ভাড়ইমারী এলাকার শামসুদ্দিন কামাল (৬০) ও সোলায়মান হোসেন (৫৫)।

আরো পড়ুন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের অবস্থান কর্মসূচি 

পাকশি হাইওয়ে পুলিশের ইনচার্জ নাজমুল হাসান জানান, পাবনা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী হানিফ পরিবহনের একটি বাস দাশুড়িয়া তেঁতুলতলা অতিক্রম করার সময় দাশুড়িয়া বাজার থেকে আসা ইঞ্জিনচালিত ভ্যান রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ভ্যানটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক ও এক যাত্রী নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন এগিয়ে এলে চালক ও হেলপার বাসটি ফেলে পালিয়ে যায়।

আরো পড়ুন বরগুনায় ১১ মাদক ব্যবসায়ীকে পুনর্বাসন

ঈশ্বরদী থানার ওসি আজিম উদ্দিন জানান, ঘাতক বাসটির চালক ও হেলপার বাসটি ফেলে পালিয়ে যায়। বাসটিকে আটক করে থানায় আনা হয়েছে। নিহতের পরিবার থেকে কোনো  অভিযোগ এখনো করা হয়নি। পুলিশের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।মন্তব্য