kalerkantho


কাউখালীতে কৃষকদের সঙ্গে মতবিনিময়

আঞ্চলিক প্রতিনিধি, পিরোজপুর    

১৮ জানুয়ারি, ২০১৮ ১৪:৫৯কাউখালীতে কৃষকদের সঙ্গে মতবিনিময়

পিরোজপুরের কাউখালীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ দক্ষিণ পশ্চিম অঞ্চলের ক্ষুদ্র চাষিদের জন্য কৃষি সহায়ক প্রকল্পের আওতায় স্থানীয় গাণ্ডতা ফল ফসল কৃষি গ্রুপের সদস্যদের অংশগ্রহণে আজ বৃহস্পতিবার এ  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা আলী আজিমের সভাপতিত্বে সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামার বাড়ি, ঢাকা'র  প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং'র পরিচালক মীর নুরুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আরো পড়ুন ঘুরে দাঁড়াচ্ছেন চাঁদপুরের আলু চাষিরা 

সভায় বক্তব্য দেন কৃষি সহায়ক প্রকল্পের পরিচালক ড. মোহাম্মদ সফিকুল ইসলাম, পিরোজপুর জেলা প্রশিক্ষণ অফিসার অরবিন্দু বিশ্বাস, কাউখালী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অপূর্ব লাল সরকার, কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি আবদুল লতিফ খসরু ও কৃষক মো. সিদ্দিকুর রহমান প্রমুখ।

আরো পড়ুন সবজি চাষে স্বনির্ভর 

মতবিনিময় সভায় স্থানীয় ক্ষুদ্র ও প্রান্তিক ৬০ জন কৃষক অংশগ্রহণ করেন।মন্তব্য