kalerkantho


যশোর রোডের গাছ কাটার সিদ্ধান্তের প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন

কালের কণ্ঠ অনলাইন   

১৭ জানুয়ারি, ২০১৮ ২০:৪৯যশোর রোডের গাছ কাটার সিদ্ধান্তের প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন

যশোর রোডের শতবর্ষী গাছ কাটার সিদ্ধান্তের প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন করেছে ৬টি প্রগতিশীল সংগঠন। সংগঠনগুলি হলো- বাংলাদেশ মহিলা পরিষদ, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, বাংলাদেশ কৃষক সমিতি, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি, বাংলাদেশ যুব ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। 

ময়মনসিংহ জেলা সংসদের সম্মিলিত উদ্যোগে আজ বুধবার বিকেল ৪টায় শহীদ ফিরোজ-জাহাংগীর চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষক সমিতি ময়মনসিংহ জেলার সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড আবুল হাশেম।

মানববন্ধনে বক্তব্য রাখেন সিপিবি ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি জননেতা কমরেড এমদাদুল হক মিল্লাত, সিপিবি ময়মনসিংহ জেলা কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক কমরেড শেখ বাহার মজুমদার, সিপিবি সদর উপজেলা কমিটির সভাপতি জননেতা কমরেড সাজেদা বেগম সাজু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল(বাসদ) ময়মনসিংহ জেলা ইনচার্জ কমরেড ইমাম হোসেন খোকন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) ময়মনসিংহ জেলা সমন্বয়ক কমরেড শেখর রায়, ঐক্য ন্যাপ ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক নাজিরুল ইসলাম মনি, বাংলাদেশ মানবাধিকার কমিশন ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি আবুল কালাম ভূইয়া, মহিলা পরিষদ জেলা সাধারণ সম্পাদক ফাহমিদা ইয়াসমিন রুনা, উদীচী জেলা সম্পাদক মণ্ডলীর নেতা বীর মুক্তিযোদ্ধা সনৎ ঘোষ, যুব ইউনিয়ন জেলা সহ-সভাপতি এড.সাইফুস সালেহীন।মন্তব্য