kalerkantho


মাগুরায় ফোন না পেয়ে কলেজছাত্রীর আত্মহত্যা

মাগুরা প্রতিনিধি   

১৭ জানুয়ারি, ২০১৮ ২০:০৫মাগুরায় ফোন না পেয়ে কলেজছাত্রীর আত্মহত্যা

‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ি নয়, লাশ যেন ময়নাতদন্ত না করা হয়’-এ রকম একটি চিরকুট লিখে মাগুরা শহরের নিজনান্দুয়ালীতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মিতা খাতুন (১৭) নামে এক কলেজছাত্রী। সে মাগুরা সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

এ ব্যাপারে মাগুরা সদর থানার উপ-পরিদর্শক বসির উদ্দিন জানান, মোবাইল ফোন বঞ্চিত হয়ে মঙ্গলবার রাতে নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে মিতা। সকালে পরিবারের পক্ষ থেকে খবর পেয়ে মিতার নিজ কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার কক্ষ থেকে একটি চিরকুট পাওয়া গেছে। যেখানে লেখা ছিল মোবাইলের কারণে সে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। জেলা প্রশাসনের অনুমতি স্বাপেক্ষে তার লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করার সিদ্ধান্ত হয়েছে।’
 
মিতার বাবা হাসান শেখ জানান, মিতার বায়না ছিল একটি স্মার্ট মোবাইল ফোনের। আমি সামান্য একজন চায়ের দোকানী। সামান্য আয়ে ৫ সদস্যের সংসার চালাতে হিমশিম খাই। তবু মেয়ের মন রক্ষা করতে একটি ফোন তাকে দিয়েছিলাম। কিন্তু ফোন দেবার পর লেখাপড়ায় বেশ অনিয়ম লক্ষ্য করি। তাই এক সপ্তাহ আগে সেটি নিয়ে নেই। তারপর থেকেই কিছুটা মন খারাপ ছিল তার।  বুধবার সকালে ঘুম থেকে উঠতে দেরি করছে দেখে তার ঘরে গিয়ে দেখি আমার সব শেষ।

এ বিষয়ে মাগুরা জেলা প্রশাসক আতিকুর রহমান বলেন, ‘এ ধরনের আত্মহনন খুব দু:খজনক। আমাদের অভিভাবকদের আরো বেশী সচেতন হবে। বিশেষ করে শিক্ষকদের  শ্রেণিকক্ষে এ বিষয়ে শিক্ষামূলক পাঠদান করতে হবে। ছেলেবেলা থেকেই শিশুদের পারিবারিক সামর্থ্য অনুযায়ী চাহিদার সমন্বয় করে চলার শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। বাবার মায়ের প্রতি তারা যাতে আরো অনুগত হয় সে বিষয়ে মনযোগী করে  তুলতে হবে। এ ক্ষেত্রে তাদের এ বিষয়ক ধর্মীয় ও মানবিক শিক্ষার গুরুত্ব সবচেয়ে বেশী।’মন্তব্য