kalerkantho


ফেনীতে চার কোটি ২৪ লাখ টাকার মাদক ধ্বংস

ফেনী প্রতিনিধি    

১৭ জানুয়ারি, ২০১৮ ১৭:১৮ফেনীতে চার কোটি ২৪ লাখ টাকার মাদক ধ্বংস

ফেনীতে চার কোটি ২৪ লাখ ৯৪ হাজার ১৫০ টাকা মূল্যের মাদক ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ  বুধবার সকালে ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে মাদকদ্রব্য ধ্বংসকরণ ও জনসচেতনতামূলক অনুষ্ঠানের পর এসব মাদক ধ্বংস করা হয়।

বিজিবি সূত্র জানায়, ধ্বংসকৃত মাদক তিন কোটি ৩১ লাখ ৪৭ হাজার টাকার মূল্যের ২৬ হাজার ৯৮ বোতল ভারতীয় মদ, ৪৭ হাজার ২৫০ টাকা মূল্যের ১৮৯ বোতল ভারতীয় বিয়ার, দুই হাজার টাকা মূল্যের পাঁচ বোতল ভারতীয় কোরেক্স, ১১ লাখ ৯০ হাজার ৮০০ টাকা মূল্যের দুই হাজার ৯৭৭ বোতল  ফেনসিডিল, চার লাখ ৮৫ হাজার ৮০০ টাকা মূল্যের ১৩৮ কেজি গাঁজা, ২১ হাজার ৩০০ টাকা মূল্যের ৭১ লিটার বাংলা মদ ও ১৬ লাখ টাকা মূল্যের ১৬ হাজার পিস টার্গেট ট্যাবলেট রয়েছে।

আরো পড়ুন দিনাজপুরে ১৪ মাদক ব্যবসায়ী আটক 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবি কুমিল্লার এসপিপিজি সেক্টর কমান্ডার কর্নেল গাজী মো. আহসানুজ্জামান। এ ছাড়া  ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. সহিদুর রহমান, জেলা প্রশাসক মনোজ কুমার রায়, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকমসহ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

আরো পড়ুন ঘুরে দাঁড়াচ্ছেন চাঁদপুরের আলু চাষিরা মন্তব্য