kalerkantho


তোজাম্মেল সভাপতি, ইয়াদুল সম্পাদক

মেহেরপুর জেলা প্রেস ক্লাবের কমিটি গঠন

মেহেরপুর প্রতিনিধি    

১৭ জানুয়ারি, ২০১৮ ১৫:৩৩মেহেরপুর জেলা প্রেস ক্লাবের কমিটি গঠন

মেহেরপুর জেলা প্রেস ক্লাবের কমিটি গঠন করা হয়েছে। যুগান্তরের মেহেরপুর প্রতিনিধি তোজাম্মেল আযমকে সভাপতি ও কালের কণ্ঠ'র মেহেরপুর প্রতিনিধি ইয়াদুল মোমিনকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যের নির্বাহী কমিটি গঠন করা হয়।

আজ বুধবার সকালে মেহেরপুর শিল্পকলা একাডেমির মিনি হলরুমে এ উপলক্ষে মেহেরপুর জেলা প্রেসক্লাবের আহ্বায়ক তোজাম্মেলর আযমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে সদস্যদের কণ্ঠভোটে এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি পদে প্রতিদিনের সংবাদ'র প্রতিনিধি মাহবুব চান্দু, যুগ্ম সম্পাদক পদে বাংলাদেশ প্রতিদিন'র প্রতিনিধি মাহবুবুল হক পোলেন, দপ্তর সম্পাদক পদে মানবকণ্ঠ'র প্রতিনিধি মুজাহিদ মুন্না, অর্থ সম্পাদক চ্যানেল নাইন প্রতিনিধি নাসের চৌধুরী, গণ যোগাযোগ সম্পাদক পদে বাসস প্রতিনিধি দিলরুবা খাতুন, নির্বাহী সদস্য পদে মেহেরপুর নিউজ'র প্রধান প্রতিবেদক মিজানুর রহমান, মাটির ডাক প্রতিনিধি মুহাম্মদ মহসীন, এনটিভি প্রতিনিধি রেজ আন উল বাসার তাপস, মানবজমিন প্রতিনিধি আক্তারুজ্জামান, সময়ের সমীকরণ প্রতিনিধি হাসান মোস্তাফিজুর রহমান, দৈনিক পশ্চিমাঞ্চল প্রতিনিধি এস এম মকিদুর রহমান।

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ভোরের পাতা প্রতিনিধি সাঈদ হোসেন, আমার সংবাদ প্রতিনিধি মিজানুর রহমান, দিনের খবর প্রতিনিধি এ সিদ্দিকী শাহীন প্রমুখ। নতুন এ কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে। মন্তব্য