kalerkantho


নওগাঁয় সিএইচসিপিদের চাকরি জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি

নওগাঁ প্রতিনিধি   

১৬ জানুয়ারি, ২০১৮ ১৯:৪০নওগাঁয় সিএইচসিপিদের চাকরি জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি

চাকরি জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে নওগাঁর সকল উপজেলার কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপি পদে চাকরিজীবিরা। আজ মঙ্গলবার দুপুরে জেলা ও উপজেলা সিএইচসিপি এসোসিয়েশনের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। 

এ সময় জেলা সিএইচসিপি সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মাহাবুব শামীম, আমিনা খাতুন, সাধারণ সম্পাদক জহরুল ইসলাম, সহ-সাধারন সম্পাদক আবু জর গিফারী, কোষধ্যক্ষ শারমিন সুলতানাসহ প্রায় দুই শতাধিক কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপি পদে চাকরিজীবিরা। 

কর্মসূচি পালনকালে তারা বলেন, সিএইচসিপিদের সকলের একই দাবি, চাকরি জাতীয়করণ না হওয়ায় তারা সকল সুযোগ সুবিধা হতে বঞ্চিত। ভবিষ্যতের দিকে তাকালে দুই চোখে অন্ধকার ছাড়া কিছুই দেখতে পান না তারা। ৩ থেকে ৪ মাস পর পর বরাদ্দের মাধ্যমে তাদের বেতন-ভাতা পরিশোধ করা হয়। কিন্তু এভাবে তাদের দৈনন্দিন জীবিকা নির্বাহ করা অসম্ভব হয়ে পড়েছে । ৬ বছর একই বেতনে চাকরি। তাই তারা চাকরি জাতীয়করণের দাবি মেনে নেয়ার জন্য জোর দাবি জানিয়েছেন।মন্তব্য