kalerkantho


পাবনা জেলার শ্রেষ্ঠ থানা বেড়া মডেল থানা

কালের কণ্ঠ অনলাইন   

১৬ জানুয়ারি, ২০১৮ ১৮:৩৫পাবনা জেলার শ্রেষ্ঠ থানা বেড়া মডেল থানা

পাবনা জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে বেড়া মডেল থানা নির্বাচিত হয়েছে। একই সঙ্গে জেলার শ্রেষ্ঠ ওসি ও শ্রেষ্ঠ উদ্ধারকারী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন যথাক্রমে বেড়া থানার ওসি মোজাফ্ফর হোসেন ও উপপরিদর্শক (এসআই) সুব্রত কুমার বিশ্বাস। আজ মঙ্গলবার পাবনা জেলা পুলিশের মাসিক কল্যাণসভায় জেলার সবগুলো থানার ডিসেম্বর মাসের কর্মতৎপরতা বিচার বিশ্লেষণ করে এ ঘোষণা দেওয়া হয়।

বেড়া মডেল থানার ওসি মোজাফ্ফর হোসেন ও উপপরিদর্শক (এসআই) সুব্রত কুমার বিশ্বাস জানান, গত ডিসেম্বর মাসে তাঁদের উদ্যোগে ৬০ কেজি গাঁজা, শতাধিক পিস ইয়াবা বড়িসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য আটক করা হয়। এ সময় ৩০ জনেরও বেশি মাদক ব্যবসায়ীকে আটক করে জেলহাজতে পাঠানো হয়। এ ছাড়াও হত্যাকাণ্ডসহ কয়েকটি অপরাধের রহস্য উদঘাটন করা হয়। এ সবের ভিত্তিতেই জেলা পুলিশের মাসিক কল্যাণসভায় বেড়া মডেল থানাকে শ্রেষ্ঠ থানা এবং তাঁদের দুজনকে শ্রেষ্ঠ ওসি ও উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে নির্বাচিত করা হয়। 

তারা আরো জানান, পাবনা পুলিশ লাইন মিলনায়তনে কল্যাণসভা শেষে তাঁদের দুজনের হাতে জেলা পুলিশ সুপার (এসপি) জিহাদুল কবির এ সংক্রান্ত পুরস্কার তুলে দেন।মন্তব্য