kalerkantho


বলেশ্বর নদ থেকে চিংড়ি পোনাসহ আটক ৬

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি    

১৬ জানুয়ারি, ২০১৮ ১৬:০৬ বলেশ্বর নদ থেকে চিংড়ি পোনাসহ আটক ৬

সুন্দরবনসংলগ্ন বলেশ্বর নদে অভিযান চালিয়ে প্রায় পৌনে দুই  লাখ বাগদা পোনা, একটি ইঞ্জিনচালিত ট্রলারসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হচ্ছে।

আজ মঙ্গলবার ভোররাতে বলেশ্বর নদীর বঙ্গোপসাগরে বলেশ্বর নদের মোহনা থেকে চরদুয়ানী নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা তাদেরকে আটক করে। আটক জেলেদের নাম মো. হাসেম (২৮), মো. আবদুল্লাহ (৩৫), রাজুম মালি (২৪), নাজমুল (২৬), রাহাতউল্লাহ (২৬) এবং মো. ইদ্রিস (২৮)। তাদের বাড়ি মোংলা ও পাইকগাছা উপজেলায়। 

আরো পড়ুন যুবকের হাতের আঙ্গুল কেটে ফেলল প্রতিপক্ষ 

চরদুয়ানী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আ. রাজ্জাক বলেন, 'পটুয়াখালীর মহিপুর থেকে খুলনার উদ্দেশে যাওয়ার পথে সুন্দরবনসংলগ্ন বলেশ্বর নদের মোহনায় অভিযান চালানো হয়।  এ সময় পৌনে দুই লাখ বাগদা পোনা, নামবিহিন একটি ইঞ্জিনচালিত ট্রলারসহ ছয়জনকে আটক করা হয়। 

আরো পড়ুন অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধিতা বিষয়ে কর্মশালা 

আজ মঙ্গলবার দুপুরে পাথরঘাটা থানার ডিউটি অফিসার জানান, পাথরঘাটা থানায় আটক জেলেদের বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলছে। জব্দকৃত ট্রলার, ইঞ্জিন ও এক লাখ ৭৫ হাজার বাগধা রেণুর ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মন্তব্য