kalerkantho


গোপালগঞ্জে ক্যাডেট কোর রেজিমেন্ট ক্যাম্পিং শুরু

গোপালগঞ্জ প্রতিনিধি    

১৬ জানুয়ারি, ২০১৮ ১৪:৪০গোপালগঞ্জে ক্যাডেট কোর রেজিমেন্ট ক্যাম্পিং শুরু

গোপালগঞ্জে শুরু হয়েছে আট দিনব্যাপী বাংলাদেশ ক্যাডেট কোর (বিএনসিসি)-এর রেজিমেন্ট ক্যাম্পিং।

সুন্দরবন রেজিমেন্ট, খুলনার আওতাধীন পাঁচটি ব্যাটালিয়ন, খুলনা ফ্লোটিলা ও ৩ নম্বর স্কোয়াড্রনের সমন্বয়ে এ ক্যাম্পিং শুরু হয়েছে। চলবে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত।

আজ মঙ্গলবার সকাল ১০টায় গোপালগঞ্জ সুইমিংপুল ও জিমনেসিয়াম মিলনায়তনে এ রেজিমেন্ট ক্যাম্প উদ্ধোধন করা হয়। গোপালগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি চৌধুরী এমদাদুল হক প্রধান অতিথি হিসেবে  ক্যাম্পিং উদ্ধোধন করেন। 

আরো পড়ুন আট ব্যাংকের নিয়োগ পরীক্ষা বাতিল 

এ সময় রেজিমেন্ট কমান্ডার লে. কর্নেল মো. ইমরান আজাদসহ বিভিন্ন ব্যাটালিয়নের প্রধানরা উপস্থিত ছিলেন।

ক্যাম্পে দক্ষিণাঞ্চলের ৮৮টি কলেজ থেকে ৭০০ জন ক্যাডেট কোর শিক্ষার্থীসহ মোট সাড়ে ৭০০ জন অংশ নিচ্ছেন।

আরো পড়ুন মোবাইল কোর্ট নিয়ে আপিল শুনানি ১৩ ফেব্রুয়ারি 

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 'অসমাপ্ত আত্মজীবনী' ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রচিত 'শেখ মুজিব আমার পিতা' বই দুটি  তুলে দেন।

এর আগে অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে গার্ড অব অনার প্রদান করে বিএনসিসি।   মন্তব্য