kalerkantho


চাঁদপুরে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

চাঁদপুর প্রতিনিধি    

১৬ জানুয়ারি, ২০১৮ ১১:১৫চাঁদপুরে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

চাঁদপুরের মতলব উত্তরে পিকআপ ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অটোরিকশা চালক। আজ মঙ্গলবার সকালে উপজেলার পাঁচানি এলাকায় এ দ‍ুর্ঘটনা ঘটে।

নিহতদের তিনজনই সিএনজি অটেরিকশার যাত্রী। গুরুতর আহত অটোরিকশার চালককে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

মতলব উত্তর থানার এসআই সুফল চন্দ্র সিংহ জানান, পাঁচআনি এলাকায় সবজিবোঝাই দ্রুতগামী একটি পিকআপ সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দিলে চালক এবং এর তিন যাত্রী গুরুতর আহত হন। আহত যাত্রী মফিজ প্রধান (৪৫), আলমগীর হোসেন (৪০) এবং অনিক আহমেদকে (২৫)  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান।

আরো পড়ুন ত্রিশালে কাভার্ডভ্যানের সঙ্গে সাত বাসের ধাক্কায় আহত ৪০ 

অন্যদিকে, চালক নুরুল হককে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতদের সবার বাড়ি মতলব উত্তরে। তারা বাড়ি থেকে কুমিল্লা যাচ্ছিলেন।

আরো পড়ুন কাহারোলে যাত্রীবাহী বাস উল্টে আহত ১৫ 

দুর্ঘটনায় দায়ী পিকআপ এবং সিএনজি অটোরিকশা পুলিশ আটক করেছে। তবে পালিয়ে গেছে পিকআপের চালক। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।মন্তব্য