kalerkantho


ফেনীতে ছুরিকাঘাতে স্কুলছাত্র আহত

ফেনী প্রতিনিধি   

১৬ জানুয়ারি, ২০১৮ ০০:০৬ফেনীতে ছুরিকাঘাতে স্কুলছাত্র আহত

প্রতীকী ছবি

ফেনীতে এক স্কুল ছাত্রকে ছুরিকাঘাত করেছে বখাটেরা। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফেনী সদরের পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকায় এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্র জানায়, ফেনী সদরের ডাক্তার পাড়ার মনির আহমেদের ছেলে মনসুর আহমেদ (১৭) পুরাতন পুলিশ কোয়ার্টারের শাহীন একাডেমী স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্কুলের পাশে এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যাওয়ার সময় তুচ্ছ কারণে কতিপয় বখাটে যুবকের সঙ্গে তার বাক-বিতণ্ডা হয়। এর জের ধরে বখাটেরা তার পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা মনসুরকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করে।

ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. অসীম কুমার সাহা জানান, আহতের পিঠে ছুরিকাঘাত করা হয়েছে। তার পিঠের চামড়া কেটে যাওয়ায় তাকে সেলাই দেয়াসহ প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে।

ফেনী মডেল থানার ওসি রাশেদ খাঁন চৌধুরী জানান, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। সোমবার রাতে এ প্রতিবেদন লেখার সময় ফেনী মডেল থানায় মামলার প্রস্তুতি চলছিল।মন্তব্য