kalerkantho


বেরোবির লোক-প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান হলেন জুবায়ের

বেরোবি প্রতিনিধি   

১৫ জানুয়ারি, ২০১৮ ২২:৩২বেরোবির লোক-প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান হলেন জুবায়ের

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে  (বেরোবি) লোক-প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লোক-প্রশাসন বিভাগের সহকারি অধ্যাপক জুবায়ের ইবনে তাহের। আজ সোমবার এক অফিস আদেশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের রোজিস্ট্রার মুহাম্মদ ইব্রাহীম কবির এ নিয়োগ প্রদান করেন। 

আদেশ অনুযায়ী আগামী ১৫ জানুয়ারি ২০১৮ তারিখ  থেকে পরবর্তী তিন বছরের জন্য এটি কার্যকর থাকবে। 

উল্লেখ্য, স্ব-বিভাগের শিক্ষক থেকে এই প্রথম কোনো শিক্ষক লোক-প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পেলেন। এর আগে লোক-প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ।মন্তব্য