kalerkantho


জাহাজের ইঞ্জিন বিকল, সাগরে আটকা পড়েছে ২৫০ পর্যটক

কালের কণ্ঠ অনলাইন   

১৫ জানুয়ারি, ২০১৮ ২১:৪৪জাহাজের ইঞ্জিন বিকল, সাগরে আটকা পড়েছে ২৫০ পর্যটক

ফাইল ছবি

ইঞ্জিন বিকল হয়ে গভীর সাগরে একটি পর্যটকবাহী জাহাজ আটকা পড়েছে। এলসিটি কাজল নামে ওই জাহাজে রয়েছেন প্রায় ২৫০ জন পর্যটক। আজ সোমবার বিকেল ৪টার দিকে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আটকে পড়া যাত্রীদের উদ্ধারে রওয়ানা দিয়েছে এলসিটি কুতুবদিয়া নামে অপর একটি জাহাজ।
 
এ বিয়ষটি নিশ্চিত করে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় চাকমা জানান, এলসিটি কাজল নামে একটি জাহাজ সাগরে আটকা পড়ার খবর পেয়ে এলসিটি কুতুবদিয়া নামে অপর একটি জাহাজকে দমদমিয়া জাহাজ ঘাট থেকে যাত্রীদের উদ্ধারে পাঠানো হয়েছে। ও

ওই জাহাজে অন্তত ২৫০ জন পর্যটক রয়েছেন বলেও জানান তিনি।মন্তব্য