kalerkantho


লক্ষ্মীপুরে ডিসির সঙ্গে গণমাধ্যম কর্মীদের মতবিনিময়

লক্ষ্মীপুর প্রতিনিধি    

১৫ জানুয়ারি, ২০১৮ ১৯:৫১লক্ষ্মীপুরে ডিসির সঙ্গে গণমাধ্যম কর্মীদের মতবিনিময়

ছবি : কালের কণ্ঠ

লক্ষ্মীপুরের সকল ধরণের উন্নয়নমূলক কাজকে গতিশীল করার লক্ষ্যে গণমাধ্যম কর্মীদের সার্বিক সহযোগিতা চাইলেন নবাগত জেলা প্রশাসক (ডিসি) অঞ্জন চন্দ্র পাল। আজ সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ সহযোগিতা চান তিনি।

এসময় জেলা প্রশাসক বলেন, লক্ষ্মীপুরবাসীর সেবা প্রদান করাই তার লক্ষ্য। সকলের সার্বিক সহযোগীতায় জেলার সকল উন্নয়নমূলক কাজ করে যেতে চান। জেলা প্রশাসনের কর্মকর্তাদের কোন ধরণের অনিয়ম ও দুর্নীতি করার সুযোগ না দেয়ার কথাও উল্লেখ করে তিনি গণমাধ্যম কর্মীদের সঠিক ও তথ্য নির্ভর সংবাদ পরিবেশনের আহবান জানান।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মীর শওকত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক ইকবাল হোসেন, মোঃ মফিজুল ইসলাম, মোঃ মঞ্জুরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুজ্জামান ও জেলা তথ্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা। 
 মন্তব্য