kalerkantho


নওগাঁয় হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নওগাঁ প্রতিনিধি   

১৫ জানুয়ারি, ২০১৮ ১৭:৩৬নওগাঁয় হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ছবি : কালের কণ্ঠ

নওগাঁয় প্রতিবন্ধী, অসহায় ও হতদরিদ্রদের মাঝে এক হাজার পিস শীতবস্ত্র বিতরণ করেছে (ইসডো) নামে একটি বেসরকারী সংস্থা। আজ সকালে শহরের খলিশাকুড়ি এলাকায় সংগঠনটির অফিস প্রাঙ্গানে এ শীতবস্ত্র বিতরণের আয়োজন কো হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মুশতানজিদা পারভীন। 

এসময় অর্থনৈতিক ও সমাজ উন্নয়ন সংস্থা (ইসডো) এর নির্বাহী পরিচালক শহিদুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সংস্থার সভাপতি সাইফুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য ওয়াজেদা খাতুনসহ সংস্থার কর্মকর্তা-কর্মচারিগণ বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি অসহায় শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

 মন্তব্য