kalerkantho


বেতন-ভাতা ও পেনশনের দাবি

ফরিদপুরে পৌর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর    

১৫ জানুয়ারি, ২০১৮ ১৭:০৭ফরিদপুরে পৌর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

সরকারি কোষাগার থেকে পৌর কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশনের দাবিতে ফরিদপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা দুই দিনের পূর্ণদিবস কর্মবিরতি কর্মসূচি পালন শুরু করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার সকাল ৯টা থেকে পৌরসভার সব ধরনের সেবা প্রদান বন্ধ রেখে এ কর্মসূচি শুরু করেন তারা।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন নির্বাহী প্রকৌশলী মো. শামসুল আলম, পৌর সচিব তানজিলুর রহমান, আজিজুল ইসলাম বাদল, ফজলুল করিম আলাল প্রমুখ। বক্তারা বলেন, পৌর কর্মকর্তা ও কর্মচারীরা ২৪ ঘণ্টা মানুষের সেবা দেন। অথচ তারা অনেক সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তারা অবিলম্বে দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান। 

আরো পড়ুন চরভদ্রাসনের পদ্মায় স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন 

উল্লেখ্য, আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার এই দুই দিন সারা দেশের ৩২৭টি পৌরসভায় একযোগে সকাল ৯টা থেকে  সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্ণদিবস কর্মবিরতি চলবে। এ সময় পানিসেবা বাদে বাকি সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। 

আরো পড়ুন ফরিদপুরে দুই হাজার শীতার্তের মাঝে কম্বল বিতরণ মন্তব্য