kalerkantho


ফরিদপুরে দুই হাজার শীতার্তের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর    

১৫ জানুয়ারি, ২০১৮ ১৫:৩০ফরিদপুরে দুই হাজার শীতার্তের মাঝে কম্বল বিতরণ

ফরিদপুর সদর উপজেলার পদ্মা নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত অসহায় শীতার্ত দুই হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

আজ সোমবার সকালে বেসরকারি সংস্থা ফরিদপুর ডেভেলপমেন্ট এজেন্সি (এফডিএ)- এর টেপুরাকান্দি এলাকার কার্যালয়ে অনুষ্ঠিত এ কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরাদুল হক।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন এফডিএ'র পরিচালক মো. আজহারুল ইসলাম, এসডিসি'র পরিচালক কাজী আশরাফুল হাসান, বিএফএফ'র পরিচালক আ ন ম ফজলুল হাদী সাব্বির, পিডাব্লিউও'র পরিচালক মো. হাফিজুর রহমান প্রমুখ।

আরো পড়ুন রংপুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

বক্তারা বলেন, মানবতাবোধ থেকেই এসব শীতার্ত মানুষের প্রতি সহযোগিতার বাড়িয়ে দিয়েছে এফডিএ। 

আরো পড়ুন সমাজকল্যাণ সচিবের সোয়েটার বিতরণ মন্তব্য