kalerkantho


গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু

কালের কণ্ঠ অনলাইন   

১৫ জানুয়ারি, ২০১৮ ১৪:৪৫গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু

গাজীপুরের এমসি বাজার এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে বলে জানা গেছে। আজ সোমবার সকালে এবং গতকাল রবিবার গভীর রাতে ওই এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুর্ঘটনা দুটি ঘটে।

মাওনা হাইওয়ে থানার এসআই মো. রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, এমসি বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় একটি কভার্ডভ্যান অজ্ঞাতপরিচয় এক কিশোরকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

অপর দিকে রবিবার গভীর রাতে কারখানা ছুটি হওয়ার পর ইয়াসমিন আক্তার নামে এক পোশাক শ্রমিক সড়ক পার হওয়ার সময় একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এ সময় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মন্তব্য