kalerkantho


কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় ফেরি চলাচল বন্ধ

কালের কণ্ঠ অনলাইন   

১৫ জানুয়ারি, ২০১৮ ০৮:৪১কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় ফেরি চলাচল বন্ধ

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ঘন কুয়াশার কারণে গতকাল রবিবার রাত ২টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

বিআইডাব্লিইটিসির কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানায়, রাতে কুয়াশার মাত্রা বাড়তে থাকলে পদ্মার দিক নির্দেশনা বাতি ঝাপসা হয়ে আসে। এ সময় নৌপথে দিক নির্ণয়ে ব্যর্থ হয় ফেরিগুলো। এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে রাত ২টা থেকে বন্ধ রাখা হয় ফেরি চলাচল।

এদিকে, কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ থাকায় কাঁঠালবাড়ী ঘাটে আটকা পড়েছে নৈশকোচসহ অনেক পরিবহন। এতে দুর্ভোগে রয়েছে যাত্রীরা। 

আরো পড়ুন সাগরে নারী কচ্ছপের সংখ্যা বেড়ে যাওয়ার রহস্য 

এ ছাড়া ঘাটে পণ্যবাহী পরিবহন আটকে থাকায় দেখা দিয়েছে যানজট। বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া বলেন, অতিরিক্ত কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে আবার স্বাভাবিক হবে। 

আরো পড়ুন দাবির শেষ চাপ পেশাজীবীদের মন্তব্য