kalerkantho


ঘন কুয়াশায় আরিচা-কাজিরহাট নৌ-রুটে নদীতে আটকে পড়েছে লঞ্চ

কালের কণ্ঠ অনলাইন   

১৫ জানুয়ারি, ২০১৮ ০২:২২ঘন কুয়াশায় আরিচা-কাজিরহাট নৌ-রুটে নদীতে আটকে পড়েছে লঞ্চ

মানিকগঞ্জের শিবালয়ে ঘন কুয়াশার কারণে আরিচা-কাজিরহাট নৌ-রুটে মাঝ নদীতে যাত্রী বোঝাই লঞ্চ আটকে পড়েছে। এতে কুয়াশা ও প্রচণ্ড ঠান্ডায় চরম দুর্ভোগে পড়েছে লঞ্চে আটকে পরা যাত্রীরা।

গতকাল রবিবার সন্ধ্যা ৭টার দিকে আরিচা ঘাট থেকে কাজির হাটের উদ্দেশে এমভি বরকত নামের একটি লঞ্চ যাত্রী বোঝাই করে রওয়ানা দিলে মাঝ নদীতে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে নদীতে নোঙর করে রাখা হয়েছে।

বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয়ের সহকারী পরিচালক (নৌ ট্রাফিক) ফরিদুল ইসলাম কালের কণ্ঠকে জানান, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে যাত্রী বোঝাই এমভি বরকত লঞ্চ মাঝ নদীতে নোঙর করে রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে নিরাপদে লঞ্চটি গন্তব্যে পৌঁছাবে।মন্তব্য