kalerkantho


আহত ২০

সিলেটে বাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৩

কালের কণ্ঠ অনলাইন   

১৪ জানুয়ারি, ২০১৮ ১৪:২৩সিলেটে বাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৩

সিলেটে বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ জন। গতকাল শনিবার রাতে সিলেট-তামাবিল সড়কের দরবস্তে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের শুক্লা তরফদার (৩০), তার দেড় বছরের শিশুকন্যা ইতপা রানী (৫) এবং তার শাশুড়ি অমকা রানী (৫৫)। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর কার্যালয়ের সামনে বিক্ষোভ করে এলাকাবাসী। এ সময় সিলেট-তামাবিল সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে অবরোধ তুলে নেয় তারা।

আরো পড়ুন গোপালগঞ্জে গাড়িচাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত 

জৈন্তাপুর থানার ওসি খান মো. মঈনুল আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

আরো পড়ুন বিশ্ব ইজতেমা : ১৯টি ট্রেন ও দুই শতাধিক বাসের বিশেষ ব্যবস্থা মন্তব্য