kalerkantho


শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবি

ঝালকাঠিতে শিক্ষকদের বিক্ষোভ মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি    

১৪ জানুয়ারি, ২০১৮ ১৪:০১ঝালকাঠিতে শিক্ষকদের বিক্ষোভ মানববন্ধন

শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বেসরকারি শিক্ষক-কর্মচারী সংগ্রাম পরিষদ। আজ রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

সকাল ১১টায় মানববন্ধনে জেলার চার উপজেলা থেকে আসা প্রায় চার শতাধিক শিক্ষক-কর্মচারী অংশ নেন। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে চলাকালে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু শিক্ষকদের দাবিসমূহ প্রধানমন্ত্রীর কাছে জানানোর প্রতিশ্রুতি দেন।

এ সময় বক্তব্য দেন ঝালকাঠি শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির আহ্বায়ক মুহাম্মদ সামছুল হক, তোফাজ্জাল হোসেন, আবুল বাসার বাদশা ও বেলায়েত হোসেন। 

আরো পড়ুন তীব্র শীতকে উপেক্ষা করে মাদরাসা শিক্ষকদের অনশন চলছে 

সমাবেশে বক্তারা শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ন্যায় বেসরকারি শিক্ষপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের পাঁচভাগ বার্ষিক প্রবৃদ্ধি, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, বাড়িভাড়া ও চিকিৎসা ভাতাসহ শিক্ষক-কর্মচারীদের ১১ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

আরো পড়ুন ইজতেমার প্রথম ধাপ সমাপ্ত; ভেদাভেদ ভুলে ঐক্যের আহ্বান 

সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন শিক্ষক নেতৃবৃন্দ। মন্তব্য