kalerkantho


বাগাতিপাড়ায় নিখোঁজ যুবকের আড়াই মাসেও খোঁজ মেলেনি

কালের কণ্ঠ অনলাইন   

১৩ জানুয়ারি, ২০১৮ ২৩:৪৮বাগাতিপাড়ায় নিখোঁজ যুবকের আড়াই মাসেও খোঁজ মেলেনি

ছবি : কালের কণ্ঠ

নাটোরের বাগাতিপাড়ায় মিন্নার রহমান (২৮) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ হওয়ার আড়াই মাস পেরোলেও খোঁজ মেলেনি তার। এ ব্যাপারে মিন্নারের বাবা বাগাতিপাড়া মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন। মিন্নার উপজেলার সোনাপাতিল মহল্লার আঃ মালেক সরকারের ছেলে। 

আঃ মালেক সরকার জানান, গত ১ নভেম্বর মিন্নার বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আড়াই মাস ধরে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি পরিবারের লোকজন। সে মস্তিষ্ক বিকৃতি প্রকৃতির ছিল। তার গায়ের রং কালো, শরীরের গঠন পাতলা। নিখোঁজের সময় তার পরনে ছিল ফুলপ্যান্ট ও শার্ট। এ ঘটনায় আঃ মালেক সরকার গত ৪ জানুয়ারি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। জিডি নং ১৩৫। 

থানার ডিউটি অফিসার এএসআই বাবর সাধারণ ডায়েরির বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।মন্তব্য