kalerkantho


জামালপুরে জব মেলার শুভ উদ্বোধন

জামালপুর প্রতিনিধি   

১৩ জানুয়ারি, ২০১৮ ২১:৪৬জামালপুরে জব মেলার শুভ উদ্বোধন

ছবি : কালের কণ্ঠ

জামালপুর উন্নয়ন মেলায় আজ শনিবার দুপুরে লানিং ও আনিং এর উদ্যোগে জব মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক আহমেদ কবীর। 

লানিং ও আনিং এর উদ্যোগে জব মেলার শুভ উদ্বোধনী সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল সাবরিন, সিভিল সার্জন গৌতম রায়, পৌর মেয়র মির্জা সাখাওতুল আলম মনি, আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান ছানা, লানিং ও আর্নিং কর্মকর্তা মির্জা জিল্লুর রহমান শিপন প্রমুখ। 

এ সময় বক্তরা চাকুরি পেতে ইচ্ছুক প্রার্থীদের তথ্য প্রযুক্তি জ্ঞান সম্বলিত হয়ে তাদের যোগ্যতানুসারে চাকুরির আবেদন করে নিজেদের সাবলম্বি করার বিষয়ে আলোকপাত করা হয়। পরে ফিতা কেটে এর শুভ উদ্ভোধন করা হয়। এতে প্রায় ৫শতাধিক চাকুরি প্রত্যাশী তাদের জীবন বৃত্তান্ত জমা দেন।

 

 মন্তব্য