kalerkantho


অবৈধপথে ভারতে যাওয়ার সময়

বেনাপোল সীমান্ত থেকে ৩ শিশুসহ ৭ বাংলাদেশি আটক

বেনাপোল প্রতিনিধি    

১৩ জানুয়ারি, ২০১৮ ১৯:২৬বেনাপোল সীমান্ত থেকে ৩ শিশুসহ ৭ বাংলাদেশি আটক

প্রতীকী ছবি

অবৈধপথে ভারতে যাওয়ার সময় বেনাপোল পোর্ট থানার সাদিপুর সীমান্ত থেকে আজ শনিবার বিকেলে ৩ শিশুসহ ৭ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বিজিবি সদস্যরা। আটককৃতদের বাড়ী নড়াইল ও বাগেরহাট জেলার বিভিন্ন স্থানে। 

৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক জানান, অবৈধ পথে বেনাপোলের সাদিপুর সীমান্ত দিয়ে বেশকিছু নারী-শিশু পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা সাদিপুর সীমান্তে অভিযান চালিয়ে ৩ শিশু, ৩ মহিলা ও ১ পুরুষকে আটক করে। 

এ সময় কোন পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা হযেছে বলে জানিয়েছেন তিনি। 

 

 মন্তব্য