kalerkantho


ময়মনসিংহ বিভাগ জয় করলো শেরপুরের ক্ষুদে দাবাড়ুরা

শেরপুর প্রতিনিধি   

১৩ জানুয়ারি, ২০১৮ ১৭:২৫ময়মনসিংহ বিভাগ জয় করলো শেরপুরের ক্ষুদে দাবাড়ুরা

ছবি : কালের কণ্ঠ

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন আয়োজিত ১ম বাংলাদেশ যুব গেমসের ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ের দাবা প্রতিযোগিতার ৪টি পৃথক গ্রুপে জয় পেয়েছে শেরপুরের ক্ষুদে দাবাড়ুরা। বিভাগীয় ভেন্যু শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মিলনায়তনে আজ শনিবার অনুষ্ঠিত চুড়ান্ত খেলায় শেরপুরের দাবাড়ুরা জামালাপুরকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। 

ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান জানান, যুব গেমসের দাবা অনুর্ধ্ব-১৩ বালক গ্রুপে শেরপুরের শাহ সুলতান ও বালিকা গ্রুপে প্রিয়ন্তি সাহা পিউ এবং অনুর্ধ্ব-১৭ বালক গ্রুপে শেরপুরের জিএম শাহরিয়ার ইসলাম সৌখিন ও বালিকা গ্রুপে নিরূপমা সাহা প্রাচী চ্যাম্পিয়ন হয়েছে। 

চ্যাম্পিয়ন দাবা খেলোয়াড়রা আগামী মার্চে জাতীয় পর্যায়ে নিজ নিজ গ্রুপে ময়মনসিংহ বিভাগের প্রতিনিধিত্ব করবেন। বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ায় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, অতিরিক্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত, জেলা ক্রীড়া সংস্থার দাবা সম্পাদক হাকিম বাবুল বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন। 

 মন্তব্য