kalerkantho


পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

কালের কণ্ঠ অনলাইন   

১৩ জানুয়ারি, ২০১৮ ১১:০৭পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে সাড়ে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু করেছে কর্তৃপক্ষ। আজ শনিবার সকাল ১০ টা থেকে ফেরি চলাচল শুরু করা হয়। এর আগে শনিবার (১২ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটা থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ছিলো।


আরো পড়ুন: পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল


পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী মহাব্যবস্থাপক নাসির হোসেন বলেন, মধ্যরাতের পর থেকে ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এতে নৌরুটে দুর্ঘটনা এড়াতে আড়াইটা থেকে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিলো।


আরো পড়ুন: পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল


পরে সকাল ১০ টায় নদী এলাকায় কুয়াশা কমে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। সাড়ে ৮ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার কারণে উভয় ঘাট এলাকা মিলে চার শতাধিক যানবাহন নৌরুট পারের অপেক্ষায় রয়েছে বলেও জানান ঘাট সংশ্লিষ্ট ব্যক্তিরা।

 মন্তব্য