kalerkantho


শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল শুরু

কালের কণ্ঠ অনলাইন   

১৩ জানুয়ারি, ২০১৮ ১১:০৬শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নৌরুটে ফেরি চলাচল শুরু হয়। এর আগে রাত আড়াইটার দিকে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ফেরি চলাচল সচল হওয়ার পর নোঙরে থাকা ফেরিগুলোও চলতে শুরু করেছে। বর্তমানে ১৬টি ফেরিই যাত্রী ও যানবাহন নিয়ে চলাচল করছে।


আরো পড়ুন:


বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট উপ-মহাব্যবস্থাপক মো. খালেদ নেওয়াজ জানান, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে রাত আড়াইটা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এসময় মাঝ পদ্মায় ৬টি ফেরি নোঙর করে রাখা হয়। বর্তমানে ১৬টি ফেরিই চলাচল করছে। তবে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় পারের অপেক্ষায় রয়েছে ৩ শতাধিক গাড়ি।  এর মধ্যে পণ্যবাহী ট্রাক, প্রাইভেটকার ও বাসের সংখ্যাই বেশি। তবে ফেরি চলাচল সচল হওয়ায় আশা করা হচ্ছে কিছ‍ু সময়ের মধ্যেই গাড়ির চাপ কমে আসবে।


আরো পড়ুন: কিশোরগঞ্জে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার
মন্তব্য