kalerkantho


নওগাঁয় রেকর্ড করা হয়েছে

সারাদেশে সর্ব নিম্ন তাপমাত্রা ৬.২ ডিগ্রি সেলসিয়াস

নওগাঁ প্রতিনিধি   

১২ জানুয়ারি, ২০১৮ ২৩:৩৫সারাদেশে সর্ব নিম্ন তাপমাত্রা ৬.২ ডিগ্রি সেলসিয়াস

কয়েক দিনের টানা শৈতপ্রবাহে নওগাঁর জনজীবন স্থবির হয়ে পরেছে। বেলা ১২টার দিকেও দেখা মিলছে না সূর্যের। তীব্র শীতে সাধারণ মানুষ প্রয়োজন ছাড়া ঘর ছেড়ে বের হচ্ছে না। এদিকে নওগাঁর বদলগাছী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে শুক্রবার নওগাঁয় রেকর্ড করা হয়েছে সারাদেশে সর্ব নিম্ন তাপমাত্রা ৬.২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস আরো জানায়, চলতি শৈতপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকবে। দুপুর নাগাদ কিছুটা হালকা রোদের দেখা মিললেও বিকেল থেকে পরের দিন দুপুর পর্যন্ত উত্তরের হিমেল হাওয়ায় এবং ঘনকুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ফলে খেটে খাওয়া শ্রমজীবি, কর্মজীবী সাধারণ মানুষরা পড়েছেন চরম বিপাকে। অনেকেই সকাল অথবা সন্ধ্যায় খরকুটায় আগুন জেলে শীত নিবারণের চেষ্টা করছেন।

নওগাঁ সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, শীতজনিত সর্দি, জ্বর, নিউমোনিয়া ও ডায়রিয়ার রোগে জেলা সদরসহ ১১টি উপজেলা হানসপাতালে রোগী ভর্তির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এদের মধ্যে বেশিরভাগ শিশু ও বৃদ্ধ। নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানা যায়, তীব্র শীত ও কুয়াশার শস্য ক্ষেতে ক্ষতির সম্ভাবনা রয়েছে।মন্তব্য