kalerkantho


কিশোরগঞ্জে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

কালের কণ্ঠ অনলাইন   

১২ জানুয়ারি, ২০১৮ ২৩:০৫কিশোরগঞ্জে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের নিকলীর ধনু নদী থেকে পাথর বোঝাই কার্গো (বলগেট) ডুবির একদিন পর নিখোঁজ এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ওই শ্রমিকের নাম মহসিন। তার বাড়ি বরগুনা জেলার তালতলিতে। আজ শুক্রবার দুপুরে মহসিনের লাশ উদ্ধার করা হয়। 

এ ঘটনায় এখনো দু’জন শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। তারা হলেন- একই এলাকার আল আমীন ও মইন উদ্দিন। এর আগে ঘটনার দিন এক শ্রমিককে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

নিকলী থানার ওসি মো. নাসির উদ্দিন ভূঁইয়া জানান, ময়মনসিংহ থেকে যাওয়া চার ডুবুরি সকাল থেকে নদীতে উদ্ধার তৎপরতা শুরু করে। দুপুর ১টার দিকে তারা কার্গোর ভেতর থেকে মহসিনের মরদেহ উদ্ধার করে। এসময় তারা ডুবে যাওয়া কার্গোটি শনাক্ত করে। কার্গোটি প্রায় ৫০ ফুট পানির নিচে রয়েছে বলে ডুবুরিরা জানায়।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার দুপুরে পাথর বোঝাই কার্গোটি স্রোতের টানে ডুবে যায়। এসময় এর ভেতরে চারজন শ্রমিক ছিলেন। মন্তব্য