kalerkantho


টেকনাফে ৯৮,৮৯১ পিস ইয়াবা জব্দ

কালের কণ্ঠ অনলাইন   

১২ জানুয়ারি, ২০১৮ ১৪:৩৯টেকনাফে ৯৮,৮৯১ পিস ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফে প্রায় এক লাখ পিস ইয়াবা বড়ি জব্দ করেছে বিজিবি। আজ শুক্রবার ভোরে টেকনাফের জাদিমুরা সীমান্ত থেকে মালিকবিহীন এই ইয়াবা বড়িগুলো জব্দ করা হয়।
 
সূত্র জানায়, শুক্রবার ভোর ৪টার দিকে দমদমিয়া বিজিবির সদস্যরা জাদিমুরা সীমান্তে অভিযান চালিয়ে ৯৮ হাজার ৮৯১পিস ইয়াবা জব্দ করেছে। 

এ খবরের সত্যতা নিশ্চিত করে বিজিবি-২ এর অধিনায়ক লে. কর্নেল এস.এম. আরিফুল ইসলাম বলেন, জব্দকৃত ইয়াবাগুলো ব্যাটালিয়ান সদরে জমা দেওয়া হয়েছে। যা পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ধ্বংস করা হবে।মন্তব্য