kalerkantho


ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নকুল বিশ্বাসের দুই সহশিল্পী নিহত

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

১২ জানুয়ারি, ২০১৮ ১৪:২৭ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নকুল বিশ্বাসের দুই সহশিল্পী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুলিয়া-গাবতলী এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর রাখা নির্মাণ সমাগ্রীতে আঘাত হানে। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত এবং অপর দুইজন আহত হয়।

আজ শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, মাইক্রোবাস চালক মোশাররফ হোসেন (৩৭) এবং সহশিল্পী ওয়াহিদ সুজাত (৩৮)। আর আহতরা হলেন, নিমাই (২৫) ও দীপক (৩২)। আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি এজাজ হোসেন জানান, নিহত ও আহতরা হলো কণ্ঠ শিল্পী নকুল কুমার বিশ্বাসের সহশিল্পী। তারা ভারতে একটি অনুষ্ঠান শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফেরেন। আজ সকালে মাইক্রেবাসযোগে ঢাকায় ফেরার পথে ওই স্থানে কুয়াশার মধ্যে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মাইক্রোবাসটি সড়কের ওপর রাখা নির্মাণ সামগ্রীতে ধাক্কা খেয়ে এ হতাহতের ঘটনা ঘটে।মন্তব্য