kalerkantho


সিলেটে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার

কালের কণ্ঠ অনলাইন   

১২ জানুয়ারি, ২০১৮ ০৯:৪৬সিলেটে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার

সিলেটে নিখোঁজের একদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই শিশুর নাম সালমান আহমদ। গত বুধবার সন্ধ্যা থেকে সালমান নিখোঁজ ছিলো। তার সঙ্গে কারো শত্রুতা ছিলো না বলে জানান তার মা। এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি।

গতকাল বৃহস্পতিবার সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার সদরের গন্ধদত্ত এলাকার একটি খালিবাড়ির ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জকিগঞ্জ থানা পুলিশের এসআই ইমরুজ তারেক সাংবাদিকদের জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে।মন্তব্য