kalerkantho


কুমিল্লায় ইটভাটার মেশিনে কাটা পড়ে শ্রমিক নিহত

কালের কণ্ঠ অনলাইন   

১১ জানুয়ারি, ২০১৮ ২৩:৪৮কুমিল্লায় ইটভাটার মেশিনে কাটা পড়ে শ্রমিক নিহত

প্রতীকী ছবি

কুমিল্লা সদর আদর্শ উপজেলার বাখরাবাদ চাপাপুর এলাকায় মেসার্স কুমিল্লা ব্রিকস নামে একটি ইটভাটা মেশিনে কাটা পড়ে সামছুল হক (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত সামছুল হক নেত্রকোনার মদন উপজেলার তেওসি গ্রামের বাসিন্দা। আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। 

জানা গেছে, সামছুল হক তার পরিবারের কয়েকজন সদস্যসহ ইটভাটায় কাজ করছিলেন। বিকালে কাজ করার সময় ইটের মাটি প্রস্তুতকারী মেশিনের উপর আকষ্মিকভাবে পড়ে যান তিনি। এ সময় চলন্ত মেশিনে তার শরীর পেঁচিয়ে গেলে খণ্ডবিখণ্ড হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।  

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সালাহউদ্দিন আহমেদ জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।মন্তব্য