kalerkantho


শেরপুরে শিশু তাহমিদ হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

শেরপুর প্রতিনিধি    

১১ জানুয়ারি, ২০১৮ ২১:১৪শেরপুরে শিশু তাহমিদ হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

ছবি : কালের কণ্ঠ

শেরপুরে শিক্ষক দম্পতির সাড়ে তিন বছরের সন্তান শিশু তাহমিদ হাসান হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বিক্ষুব্ধ শিক্ষক সমাজের ব্যানারে আজ বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে শহরের নিউমার্কেট মোড় থেকে থানামোড় পর্যন্ত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শেরপুরের শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সমাজের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে। 

এসময় চলমান আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন শেরপুর জেলা শাখার সভাপতি সমাজসেবিকা রাজিয়া সামাদ ডালিয়া, প্রেস ক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, শেরপুর ডায়াবেটিকস সমিতির সাধারণ সম্পাদক ইমাম হোসেন ঠান্ডু, নাগরিক সংগঠন জনউদ্যোগের আহ্বায়ক শিক্ষাবিদ আবুল কালাম আজাদ, শিক্ষক সমাজের পক্ষে আহ্বায়ক ইসরাত জাহান সম্পা প্রমুখ। 

পরে জেলা প্রশাসক ও পুলিশ বরাবরে হত্যাকারীদের শাস্তির দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়। শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ টি এম জিয়াউল ইসলাম জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করে এ বিষয়ে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।  

 মন্তব্য