kalerkantho


কুমিল্লার বুড়িচংয়ে ট্রাক চাপায় সিএনজি যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা    

১১ জানুয়ারি, ২০১৮ ২০:৩১কুমিল্লার বুড়িচংয়ে ট্রাক চাপায় সিএনজি যাত্রী নিহত

প্রতীকী ছবি

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার ময়নামতি এলাকায় আজ বৃহস্পতিবার সকালে ট্রাক চাপায় সোহাগ মিয়া নামে এক সিএনজি যাত্রী নিহত হয়েছে। 
 
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ৯টায় মহাসড়কের বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের সাহেব বাজার এলাকায় মুরাদনগর থেকে ক্যান্টনমেন্টগামী সিএনজি চালিত অটোরিক্সাকে পিছন থেকে একটি ট্রাক ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে সিএনজিতে থাকা সোহাগ মিয়া (২৫) নামে এক যাত্রী ছিটকে রাস্তার মধ্যে পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। সে জেলার মুরাদনগর উপজেলার গুনজর গ্রামের আঃ রহিমের ছেলে। 
 
খবর পেয়ে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার এস আই একলাছ উদ্দিন ঘটানাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
 
 
 


মন্তব্য