kalerkantho


ভূঞাপুরে প্রতিভা ছাত্র সংগঠনের শীতবস্ত্র বিতরণ

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি   

১১ জানুয়ারি, ২০১৮ ১৯:৪৪ভূঞাপুরে প্রতিভা ছাত্র সংগঠনের শীতবস্ত্র বিতরণ

ছবি : কালের কণ্ঠ

টাঙ্গাইলের ভূঞাপুরে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্থানীয় প্রতিভা ছাত্র সংগঠন। আজ বৃহস্পতিবার দুপুরে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে সংগঠনটির সভাপতি মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে স্থানীয় প্রভাতি কিন্ডারগার্টেনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইব্রাহীম খাঁ সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রধান ফরিদুল আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তাপস নারায়ন দে সরকার, ভূঞাপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আখতার হোসেন খান, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ সরোয়ার সাদী রাজু, হাসান ছারোয়ার তালুকদার লাভলু প্রমুখ। অনুষ্ঠানে শতাধিক হতদরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।মন্তব্য