kalerkantho


নাটোরে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা উদ্বোধন

নাটোর প্রতিনিধি    

১১ জানুয়ারি, ২০১৮ ১৩:৪৭নাটোরে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা উদ্বোধন

'উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনার বাংলাদেশ'- এই স্লোগানকে সামনে রেখে নাটোরে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা  উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নাটোরের কানাইখালী মাঠে জেলা প্রশাসন আয়োজিত এ মেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে শহরের মাদ্রাসা মোড় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

আরো পড়ুন উন্নয়ন মেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 

শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কানাইখালী মাঠে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহীত উদ্যোগগুলো উপস্থাপন করা হয়। এ সময় স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা প্রশাসক শাহিনা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) চিত্রলেখা নাজনীন, অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল আলম উপস্থিত ছিলেন।

আরো পড়ুন আগামীকাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী 

এ ছাড়া তিন দিনব্যাপী মেলায় থাকছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, রিয়ালিটি শো, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা। মেলায় বিভিন্ন ধরনের স্টল রয়েছে।মন্তব্য