kalerkantho


দুদকের মামলায় বিএনপি নেতা

আসলাম চৌধুরীর জামিন আবেদন খারিজ

নিজস্ব প্রতিবেদক   

১১ জানুয়ারি, ২০১৮ ০২:১৪আসলাম চৌধুরীর জামিন আবেদন খারিজ

ফাইল ছবি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরীর জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ‘উত্থাপিত হয়নি মর্মে’ জামিন আবেদন খারিজ করে দেন।

আসলাম চৌধুরীর পক্ষে আইনজীবী ছিলেন সাবেক বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জী ও অ্যাডভোকেট সায়মা চৌধুরী নীরা। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। 

এবি ব্যাংক চট্টগ্রামের আগ্রাবাদ শাখা থেকে ৩শ' ২৫ কোটি ৭৬ লাখ টাকা ঋণ নিয়ে তা আত্মসাতের অভিযোগে আসলাম চৌধুরী, তার ভাই আমজাদ হোসেন চৌধুরী, এবি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফজলুর রহমানসহ ৬ জনের বিরুদ্ধে ২০১৬ সালের ১৬ জুলাই চট্টগ্রামের ডবলমুরিং থানায় মামলা করে দুদক। মন্তব্য